আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনা মুক্তির কামনা ড্যান্সিং ডেভিলস উৎসবে

করোনা মুক্তির কামনা ড্যান্সিং ডেভিলস উৎসবে

পৃথিবী থেকে বিদায় হোক করোনাভাইরাস। মহামারীর সমাপ্তি কামনায় ল্যাটিন অ্যামেরিকার দেশ ভেনেজুয়েলায় হয়ে গেল ড্যান্সিং ডেভিলস উৎসব।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানায়, আনন্দ উৎসবে রঙ বেরঙের ব্যতিক্রমী পোশাক পরে নাচ ও নানা ভঙ্গিমায় চলে সব বয়সী মানুষ। শুধু নাচ নয় এই উৎসবে শুভের জয়ের জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা চলে।

রাজধানী কারাকাস থেকে প্রায় ৫২ কিলোমিটার দূরের শহর নাইগুয়াতাতে দৈত্য, ঘোড়া, কুকুর, বেড়ালসহ অদ্ভুত সাজে অংশ নেয় সব বয়সী মানুষ। তাদের কোমরে বাঁধা থাকে ঘণ্টা।

সপ্তদশ শতাব্দী থেকে এই উৎসব হয়ে আসছে ভেনেজুয়েলার বিভিন্ন শহরে। রোমান ক্যাথলিকদের ছুটির দিনে আদিবাসী, আফ্রিকান এবং স্প্যানিশ রীতি অনুযায়ী ড্যান্সিং ডেভিলসের আয়োজন চলে।

২০১২ সালে ড্যান্সিং ডেভিলসকে মানবতার অখণ্ড সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | মুক্তির | কামনা | ড্যান্সিং | ডেভিলস | উৎসবে