আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে লকডাউন কিছুটা শিথিল

ভারতে লকডাউন কিছুটা শিথিল

তৃতীয় ঢেউয়ের শঙ্কা মাথায় নিয়েই, সোমবার থেকে লকডাউন শিথিল করছে ভারতের রাজধানী দিল্লি। সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে আসায়, এ ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দোকানপাট ও মার্কেট সকাল দশটা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।  ৫০ শতাংশ যাত্রী ও জনবল নিয়ে নিয়ে মেট্রোরেল ও বেসরকারী অফিস চালানো যাবে। ভারতে গেলো ২৪ ঘন্টায় কোভিডে মারা গেছে, দুহাজার ছয়শ’ ৮৩ জন। শনাক্ত এক লাখ ১৪ হাজারের ওপর। সংক্রমণ দেখা দেয়ায় বিধিনিষেধের মাত্রা বাড়িয়েছে চীনের বন্দরনগরী গোয়াংজু। ২৪ ঘন্টায় চীনের ২৪ জন নতুন শনাক্তের মধ্যে ১১ জন গোয়াংজুর।  এদিকে আফগানিস্তানে বাড়ছে করোনার সংক্রমণ। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা এপ্রিলে ৩০ লাখ ডোজ টিকা দেবার কথা থাকলেও, আগস্টের আগে সেটা আফগানিস্তানে পৌঁছাবে না বলে জানিয়েছে সংস্থাটি।

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | লকডাউন | কিছুটা | শিথিল