আর্কাইভ থেকে বিনোদন

লাইফ সাপোর্টে কণ্ঠশিল্পী আকবর

লাইফ সাপোর্টে কণ্ঠশিল্পী আকবর
কণ্ঠশিল্পী আকবরকে আজ বুধবার (৯ নভেম্বর) সকালে রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন তিনি। গেলো শনিবার (৫ নভেম্বর) থেকে তিনি আইসিইউতে ছিলেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে আকবরের মেয়ে অথৈ। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র মাধ্যমে পরিচিতি পান আকবর। দীর্ঘদিন তিনি অসুস্থ অবস্থায় রয়েছেন। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলা হয়। এর আগে, একাধিক শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার চিকিৎসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০ লাখ টাকা অনুদান দেন। উল্লেখ্য, আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান আকবর আলি গাজী। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি আকবর। সুস্থ হয়ে আবারও সবাইকে গানে মাতাবেন, এমনটাই প্রত্যাশা তার পরিবারের।

এ সম্পর্কিত আরও পড়ুন লাইফ | সাপোর্টে | কণ্ঠশিল্পী | আকবর