আর্কাইভ থেকে দেশজুড়ে

পরিবহন ধর্মঘটে অচল দক্ষিণের ৫ জেলা

পরিবহন ধর্মঘটে অচল দক্ষিণের ৫ জেলা
থ্রি হুইলার বন্ধের দাবিতে ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট করছে ফরিদপুরে বাস মালিক সমিতি। এতে বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, বরগুনা ও পিরোজপুর রুটের বাস চলাচল বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জানা গেছে, ১২ নভেম্বর ফরিদপুরে বিএনপির সমাবশেকে ঘিরে বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক ও শ্রমিক পক্ষ।আর এ কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি গোলাম মাশরেক বাবলু বলেন, ফরিদপুরের বাস মালিক-শ্রমিকরা শুক্রবার ও শনিবার ৩৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ডেকেছে। বরিশালসহ দক্ষিণাঞ্চল থেকে ঢাকা রুটের বাসকে ফরিদপুরের ভাঙ্গা মোড় অতিক্রম করতে হয়। পরিবহন ধর্মঘট থাকায় ওই জেলার সড়কপথে বাস চলাচল করতে দিচ্ছেন না ফরিদপুরের পরিবহন মালিক-শ্রমিকরা। তাই দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে রাজধানীমুখী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে শুক্রবার বরিশাল নদী বন্দরে বন্ধের দিনও যাত্রীদের অতিরিক্ত ভিড় দেখা গেছে। ঘাটে সুন্দরবন-১৮, পারাবত-১৮, শাহরুখ-২ এই তিনটি লঞ্চ থাকলেও যাত্রী চাপ বাড়ায় আরও একটি লঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। কেবিন না পাওয়ায় অকেকেই চাদর বিছিয়ে ডেকে স্থান নিয়েছেন।    

এ সম্পর্কিত আরও পড়ুন পরিবহন | ধর্মঘটে | অচল | দক্ষিণের | ৫ | জেলা