আর্কাইভ থেকে জাতীয়

‘টাকা চিবিয়েও খাইনি, গিলেও খাইনি’

‘টাকা চিবিয়েও খাইনি, গিলেও খাইনি’
মানিলন্ডারিং যাদের অভ্যাস, তারা খালি জানে টাকা কেবল নিয়েই জেতে হয়। কিন্তু আওয়ামী লীগ সরকার এদেশের একটাও অর্থ অপচয় করে না। প্রতিটি অর্থ ব্যয় করে বাংলাদেশের স্বার্থে ও কল্যাণে। কাজেই আমরা টাকা চিবিয়েও খাইনি, গিলেও খাইনি। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ নভেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি। শেখ হাসিনা বলেন, ‘বিরোধীদলের প্রশ্ন প্রায় করে, রিজার্ভের টাকা গেলো কোথায়। আমরা রিজার্ভের টাকা দিয়ে সার, জ্বালানি তেল, বিদ্যুৎ, বিমান, ড্রেসিং মেশিন কিনেছি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যদেশ থেকে লোন নিলে আমাদের সুদসহ ঋণ শোধ দিতে হবে। কাজেই আমাদের দেশের ডলার যদি আমরা খরচ করি, তাহলে দেশের টাকা দেশেই থেকে যায়।’ শেখ হাসিনা বলেন, ‘রিজার্ভ থেকে প্রায় ৮ বিলিয়ন ডলার আমাদের খরচা হয়েছে। সেখান থেকে শ্রীলঙ্কাকে কিছু টাকা ধার দেয়া হয়েছে। তিনি আরও বলেন, পয়সা কেউ তুলে নিয়ে চলে যায়নি। অনেকের মনে এটা নিয়ে ভয় থাকে। বিশেষ করে বিএনপি বলে। এর কারণটা হচ্ছে, তাদের নেতা তারেক জিয়া মানি লন্ডারিং মামলায় ৭ বছরে কারাদণ্ড পেয়েছে এবং ২০ কোটি টাকা অর্থদণ্ড পেয়েছে। আর সে পলাতক আসামি।’ বিএনপির সময় রিজার্ভের ঘাটতি ছিল, সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করে আওয়ামী লীগ সরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন টাকা | চিবিয়েও | খাইনি | গিলেও | খাইনি