মুজিববর্ষ উপলক্ষ্যে মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে নির্মিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ছাত্রাবাস। কায়রোতে বিশ্ববিদ্যালয়টির প্রধান শাইখুল আযহার আল শরিফের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়।
জানানো হয়, বিশ্ববিদ্যালয়টির বাংলাদেশি শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এরইমধ্যে ছাত্রাবাস নির্মাণে জমি বরাদ্দে দেয়া হয়েছে অনুমোদন। আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশিদের শিক্ষাবৃত্তির কোটা ১৫ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫০ জন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠার চিন্তা-ভাবনা চলছে।
এএ