আর্কাইভ থেকে অপরাধ

মোবাইল ছিনতাই চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

মোবাইল ছিনতাই চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চুরি ও ছিনতাইয়ের সাথে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

মঙ্গলবার (৮জুন) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যুগ্ম কমিশনার (উত্তর) হারুন অর রশীদ জানান, পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারেও কাজ চলছে।

তিনি জানান, মোবাইল ছিনতাইয়ে জড়িত চক্রের হোতাদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে জানিয়ে পুলিশ বলছে, পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধারেও কাজ চলছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় মোবাইল ফোন চুরি ও ছিনতাই চক্রের সদস্যরা।

হারুন অর রশীদ বলেন, জনসমাগম হয় এমন এলাকায় হঠাৎ ভিড় তৈরি করে টার্গেট করা ব্যক্তির কাছ থেকে কৌশলে মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে সটকে পরে চক্রের সদস্যরা। কোথাও আবার গণপরিবহন বা ব্যক্তিগত গাড়িতে থাকা যাত্রীর কাছ থেকে থাবা দিয়ে ছিনিয়ে নেয় মোবাইল ফোন। এসব চুরি ছিনতাইয়ের সাথে জড়িত চক্রের প্রতিটি সদস্যের কর্মকাণ্ড থাকে সুনির্দিষ্ট। চক্রের একজন জানায়,'তিন বছর আগে ঢাকায় আসি। তখন আমার বসের সঙ্গে আমার পরিচয় হয়। সে আমাকে চুরি করা মোবাইল ফোন দিতো। আমি সেগুলো বিক্রি করে দিতাম। এলাকায় যে থাকা পার্টি ছিলো তারাও আমাকে মোবাইল ফোন এনে দিতো বিক্রির জন্য। আমি বিক্রি করে কিছু লাভ পেতাম।'

এসব চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলেও সম্প্রতি রাজধানীর বিজয় সরণি থেকে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনার পর আরো বেশি তৎপর আইন শৃঙ্খলা বাহিনী।  অভিযান চালিয়ে এমন এক চক্রের এগারো সদস্যকে ৩৪টি মোবাইল ফোনসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি বলেন,'তারা যেদিন পকেট মারার কাজ না পায় বা থাবা পার্টির কাজ করতে পারে সেদিন তারা বাসা বাড়ির গ্রীল কাটে। প্রতিটি বাড়িতেই তো মোবাইল ফোন থাকে ওই ফোনগুলো তারা নিয়ে যায়।'

ছিনতাই করা মোবাইল ফোন বিক্রি করার সময় ধরা পরলে জড়িত সদস্যেদের আইনি সহায়তা দেয়ার জন্য বিভিন্ন এলাকায় রয়েছে চক্রের কয়েকজন হোতা। হারুন অর রশীদ আরও জানান,'একেক জন বড় ভাইয়ের আন্ডারে ২০ থেকে ৩০ জন পকেটমার বা থাবা পার্টি থাকে তারা করে কি ওই সকল বড় ভাইয়ের কাছে মোবাইল ফোন দিয়ে আসে। বড় ভাই ওই সব মোবাইলের সীম খুলে রেখে, একটা পর্যায় পার হলে ফোন বিক্রি করে দেয়।'

এ সম্পর্কিত আরও পড়ুন মোবাইল | ছিনতাই | চক্রের | ১১ | সদস্য | গ্রেপ্তার