আর্কাইভ থেকে আইন-বিচার

এমপি পদ চেয়ে করা পাপুলের রিট খারিজ

এমপি পদ চেয়ে করা পাপুলের রিট খারিজ

কুয়েতের আদালতে কারাদণ্ডপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার (৮ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গত মার্চে রিট দায়ের করেছেন তার বোন নুরুন্নাহার বেগম। যা গতকাল সোমবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্যি আজ মঙ্গলবার দিন ধার্য করেন।

লক্ষ্মীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের সদস্য পদ বাতিল করে এবং ওই আসন শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয় গত ২২ ফেব্রুয়ারি গেজেট জারি করে। এই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে গত মার্চে রিট আবেদন করা হয়।

গত বছর ৬ জুন কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করে। সেই থেকে পাপুল কুয়েতের কারাগারে বন্দি। এ অবস্থায় গত ২৮ জানুয়ারি পাপুলকে চার বছরের কারাদণ্ড দেন কুয়েতের আদালত। ওই রায়ের কপি হাতে পাওয়ার পর পাপুলের আসন শূন্য ঘোষণা করা হয়।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন এমপি | পদ | চেয়ে | করা | পাপুলের | রিট | খারিজ