আর্কাইভ থেকে দেশজুড়ে

বিশ্বের সবচেয়ে দামি আম, বাংলাদেশে চাষ হচ্ছে (ভিডিও)

বিশ্বের সবচেয়ে দামি আম, বাংলাদেশে চাষ হচ্ছে (ভিডিও)

বিশ্বের সবচেয়ে দামি আম মিয়াজাকি বা সূর্যডিম। এই আম রেড ম্যাংগো নামেও পরিচিত। এটি জাপানি আম হলেও পার্বত্য চট্টগ্রামের মাটি ও আবহাওয়া এই আম চাষের উপযোগী বলছেন কৃষিবিদরা। প্রথমবারের মতো এই আমের চারা রোপন করে সফল হয়েছেন পার্বত্য জেলা খাগড়াছড়ির যুবক লাসিংমং চৌধুরী। নিজের মিশ্র ফলের বাগানে শুধু মিয়াজাকি আমই নয় প্রায় ৭০ ধরনের আমের চাষাবাদ করেছেন।

প্রতিটি রেড ম্যাংগোর ওজন গড়ে প্রায় ৬শ গ্রাম। বিশ্ববাজারে এই একটি আমের দাম প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা। তবে বাংলাদেশের বাজারে এটি এক হাজার টাকা।

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে উঁচু পাহাড়ে বিশ্বের সবচেয়ে দামি আমটি চাষাবাদ করেছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া লাসিংমং চৌধুরী। এই জাতের আমের চারা দেশের বাইরে থেকে সংগ্রহ করা হয়েছে। 

তার দাবি, পাহাড়ে এ জাতের আম আগে চাষ হয়নি। পাহাড়ি ঢালু জমিতে আম্রপালি ছাড়াও তার বাগানে মিয়াজাকিসহ দেশি-বিদেশি ৭০ প্রজাতির আম গাছ সংরক্ষণ করে তাক লাগিয়ে দেন এই যুবক।

প্রচলিত আমের চেয়ে নতুন এ জাতের আম চাষ করে কৃষকরা বেশি লাভবান হবে মনে করছেন পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুন্সী রাশীদ আহমেদ।

বর্তমানে প্রচলিত জাতের পাশাপাশি বিদেশি জাতের আম চাষাবাদে কৃষকরা আগ্রহী হচ্ছেন। বিশ্বের সবচেয়ে দামি মিয়াজাকি আম চাষাবাদ পাহাড়ের আবহাওয়া ও মাটি উপযোগী। কৃষক পর্যায়ে এ জাতের আম চাষের উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন কৃষি বিজ্ঞানীরা।

ভিডিও...

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বের | সবচেয়ে | দামি | আম | বাংলাদেশে | চাষ | হচ্ছে | ভিডিও