আর্কাইভ থেকে দুর্ঘটনা

কুমিল্লায় ধসে পড়ল কোল্ড স্টোরেজ, ৭০ হাজার মণ আলু নষ্ট

কুমিল্লায় ধসে পড়ল কোল্ড স্টোরেজ, ৭০ হাজার মণ আলু নষ্ট

কুমিল্লায় হঠাৎ করেই ধসে পড়ল কোল্ড স্টোরেজ। 

মঙ্গলবার (৮ জুন) ভোর ৬টায় কুমিল্লার বুড়িচং উপজেলায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার ৭নং মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত ‘মোকাম কোল্ড ষ্টোরেজ লি.। ভবনটি ৫০ বছরের পুরনো ৪ তলার একটি ভবন।

আজ ভোর ৬টার দিকে  হঠাৎ ধসে পড়ে কোল্ড স্টোরেজটি। এতে প্রাণহানির ঘটনা না ঘটলেও  কোল্ড ষ্টোরেজটিতে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলুর ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও পাশে একটি গরুর খামার রয়েছে।

কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট উদ্ধার কাজ করছে। কোল্ড স্টোরেজের পাশে একটি গরুর ফার্ম রয়েছে। আমরা এখন ফার্মের গরুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে কাজ করছি। ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত পরে জানাব।

এ সম্পর্কিত আরও পড়ুন কুমিল্লায় | ধসে | পড়ল | কোল্ড | স্টোরেজ | ৭০ | হাজার | মণ | আলু | নষ্ট