আর্কাইভ থেকে বিএনপি

বস্তিবাসীর জন্য স্থায়ী বাসস্থান দাবি বিএনপি

বস্তিবাসীর জন্য স্থায়ী বাসস্থান দাবি বিএনপি

সাততলা বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য স্থায়ী বাসস্থানের দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (৮ জুন) রাজধানীর মহাখালী সাততলা বস্তি দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ দাবির কথা তুলে ধরেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

তিনি বলেন, এ ভাসমান মানুষগুলোর কেউ গৃহপরিচারিকার কাজ করে, কেউ রিকশা চালায়, কেউবা জুতা পলিশ করেন। আগ্নিকান্ডে সব হারিয়ে এরা এখন নিঃস্ব। অসহায় এ মানুষ গুলোকে স্থায়ী বাসস্থানের ব্যবস্থা করে দিতে হবে।

 

মির্জা ফখরুল বলেন, দেশের ৫০ বছর হয়ে গেল, কিন্তু মানুষের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা আমরা করতে পারিনি। আজকে সরকার হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট করছে। ১০ হাজার টাকার প্রজেক্ট ৫০ হাজার হয়ে যায়। কিন্তু এই ছিন্নমূল মানুষগুলোর জন্য কেউ কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে না।

 

মির্জা ফখরুল ইসলামের সঙ্গে এসময় ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, মহানগর উত্তর বিএনপির সিনিয়র সহসভাপতি মুনসী বজলুল বাসিত আনজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম নকিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন বস্তিবাসীর | জন্য | স্থায়ী | বাসস্থান | দাবি | বিএনপি