আর্কাইভ থেকে ফুটবল

জার্মানির সেভেন আপের শিকার এবার লাটভিয়া

জার্মানির সেভেন আপের শিকার এবার লাটভিয়া

আবারও সেভেন আপ স্মৃতি ফিরিয়ে আনলো জার্মানি। এবার ৭-১ ব্যবধানে লাটভিয়াকে উড়িয়ে দিয়েছে ডিমেনশেফটরা।
 
প্রথম জার্মানি গোলরক্ষক হিসেবে শততম ম্যাচ খেলতে নামেন ম্যানুয়েল নয়্যার। ডুসেলডর্ফে অতিথিদের নিয়ে রীতিমত ছেলেখেলায় মাতে স্বাগতিকরা।

প্রথমার্ধ্বেই দেয় ৫ গোল। একে একে স্কোরশিটে নাম তোলেন রবিন গসেন্স। ইকায় গুন্দোয়ান। থমাস মুলার, সার্জ গ্যানাব্রি। অপর গোলটি আত্মঘাতি।

বিরতির পরও লাটভিয়ার জালে গোল উৎসব অব্যাহত রাখে জার্মানি। স্কোরশিটে নাম তোলেন টিমো ভেরনার ও লেরয় সানে।

এদিকে, রাতে ভিন্ন ম্যাচে নামছে বর্তমান ও সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও স্পেন। রাত সোয়া ১২টায় লিথুনিয়াকে স্পেন ও বুলগেরিয়াকে আতিথ্য দেবে ফ্রান্স।

‌ইউরো শুরুর আগে প্রস্তুতির শেষ সুযোগ স্পেনের সামনে। তবে করোনায় আক্রান্ত হয়ে এ ম্যাচ মিস করবেন অধিনায়ক সার্জিও বুসকেটস। তার ক্লোজ কন্টাকে আসা ফুটবলারদের বিশ্রামে রাখতে এ ম্যাচে দেখা যেতে পারে অনূর্ধ্ব ২১ দলের একাধিক খেলোয়াড়কে। লুই এনরিকের অধীনে শেষ সাত ম্যাচে অপরাজিত লা রোহা।

এদিকে, বুলগেরিয়া ম্যাচের আগে স্বস্তির খবর ফ্রান্স শিবিরে। বিশ্রাম শেষে জাতীয় দলের ক্যাম্পে ফিরছেন চেলসির তিন ফুটবলার কুর্ত জোমা, অলিভিয়ের জিরু ও এনগোলো কান্তে। ১৯৯৩ সালের পর থেকে বুলগেরিয়ার বিপক্ষে অপরাজিত রেকর্ড নিয়ে স্তাদ দ্যা ফ্রান্সে নামবে দেশমের দল।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন জার্মানির | সেভেন | আপের | শিকার | এবার | লাটভিয়া