আর্কাইভ থেকে আইন-বিচার

ডাক্তার সেজে করোনার জাল সনদ বিক্রি, ৪ জন রিমান্ডে

ডাক্তার সেজে করোনার জাল সনদ বিক্রি, ৪ জন রিমান্ডে

ডাক্তার সেজে বিদেশগামীদের কাছে তারা করোনার জাল সনদ বিক্রি করত।

সোমবার রাজধানীর তেজগাঁও থেকে সনদ জালিয়াতির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার ওই চারজনকে আদালতে হাজির করা হয়। তাদের ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত তাদের প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

জানা গেছে, আসামিরা সনদ জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য। আসামিরা চিকিৎসক সেজে করোনার জাল সনদ তৈরি করে বিদেশগামী ব‌্যক্তিদের কাছে তা বিক্রি করত। তাদের সহায়তা দিচ্ছে আরেকটি সংঘবদ্ধ চক্র। তবে তারা এখনও ধরাছোঁয়ার বাইরে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ডাক্তার | সেজে | করোনার | জাল | সনদ | বিক্রি | ৪ | জন | রিমান্ডে