আর্কাইভ থেকে এশিয়া

প্রার্থনা করতে গিয়ে শিশুসহ ১২ জনের মৃত্যু

প্রার্থনা করতে গিয়ে শিশুসহ ১২ জনের মৃত্যু
ভারতের বিহার রাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ১২ জন মারা গেছেন। রোববার (২০ নভেম্বর) রাজ্যের বৈশালী জেলার মেহনার গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (২১ নভেম্বর) ইন্ডিয়া টুডেতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, বৈশালীতে দেবতার কাছে প্রার্থনার জন্য ধর্মীয় একটি শোভাযাত্রা রাস্তার পাশে জড়ো হলে দ্রুতগামী একটি ট্রাক শোভাযাত্রাটির ওপরে উঠে পড়ে এবং হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের আত্মীয়দের জন্য ২ লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। এ ছাড়া, তিনি দুর্ঘটনায় আহত সকলের দ্রুত আরোগ্য কামনা করেন। এদিকে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, আহতদের যথাযথ চিকিৎসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রার্থনা | করতে | গিয়ে | শিশুসহ | ১২ | জনের | মৃত্যু