আর্কাইভ থেকে অপরাধ

২ জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনার মাস্টারমাইন্ড মেজর জিয়া : সিটিটিসি

২ জঙ্গি ছিনিয়ে নেয়ার ঘটনার মাস্টারমাইন্ড মেজর জিয়া : সিটিটিসি
ঢাকার আদালত থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেয়ার সঙ্গে জড়িতরা সবাই প্রশিক্ষণপ্রাপ্ত। এ ঘটনায় মেজর জিয়া ছিল মাস্টারমাইন্ড। জানিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) । কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের চার আসামিকে ছিনিয়ে নিতে আদালত প্রাঙ্গণে আসে ১৮ সদস্যের একটি দল। দুটি গ্রুপে ভাগ হয়ে পুরো ফিল্মি স্টাইলে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চার জঙ্গিকে। তবে শেষ পর্যন্ত ৪ জনের মধ্যে দুজনকে নিয়ে আদালত মিশন শেষ করে আনসার আল ইসলাম। পুলিশ জানায়, আনসার আল ইসলামের সামরিক শাখার নেতা সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে বড় ভাই ওরফে সাগর ওরফে মেজর জিয়া (চাকরিচ্যুত মেজর)। তার নির্দেশনা অনুযায়ী পুলিশের ওপর হামলা করে আসামিদের ছিনিয়ে নেয়ার পরিকল্পনা হয়। পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার অপর দুই জঙ্গি মো. আরাফাত রহমান ও মো. আ. সবুর ওরফে রাজ ওরফে সাদ ওরফে সুজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এসব তথ্য জানিয়েছে। উল্লেখ্য, রোববার (২০ নভেম্বর) দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের সামনে থেকে জেএমবির দুই সদস্যকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। মোটরসাইকেলে করে এসে তাদের ছিনিয়ে নেয়া হয়। ছিনিয়ে নেয়া ওই দুই জঙ্গি হলেন মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল।

এ সম্পর্কিত আরও পড়ুন ২ | জঙ্গি | ছিনিয়ে | নেয়ার | ঘটনার | মাস্টারমাইন্ড | মেজর | জিয়া | | সিটিটিসি