আর্কাইভ থেকে বাংলাদেশ

ভারতে করোনা কমলেও বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস

ভারতে করোনা কমলেও বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাস

ভারতে করোনা সংক্রমণ-প্রাণহানি কমলেও দুশ্চিন্তা বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত, প্রায় ৩০ হাজার মানুষ।
 
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এদের ৮৬ শতাংশই করোনায় আক্রান্ত ছিলেন। এরই মধ্যে কেন্দ্রের নির্দেশে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা দিয়েছে, বেশ কয়েকটি রাজ্য।

ভারতে ২১ জুন থেকে শুরু হবে বিনামূল্যে টিকাদান কার্যক্রম। তার আগে, বেসরকারি হাসপাতালের জন্য টিকার সর্বাধিক দাম ঠিক করেছে কেন্দ্র। যেখানে কোভিশিল্ড ৭৮০ রুপি, রাশিয়ার স্পুটনিক ভি ১ হাজার ১৪৫ রুপি আর কোভ্যাক্সিনের দাম ধরা হয়েছে ১ হাজার ৪১০ রুপি।

ভারতে নতুন শনাক্ত, ৯২ হাজার ৫শ' জন। মারা গেছে, আরও ২ হাজার ২শ' ১৯ জন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | করোনা | কমলেও | বাড়ছে | ব্ল্যাক | ফাঙ্গাস