আর্কাইভ থেকে ফুটবল

২-১ গোল ব্যবধানে লিডে চলে গেছে সৌদি আরব।

২-১ গোল ব্যবধানে লিডে চলে গেছে সৌদি আরব।
বিরতির পর আর্জেন্টিনাকে চাপে ফেলে দিলো সৌদি আরব। মাঠে নেমেই গোলের দেখা পেয়েছে আরব দেশটি। আর তাতে খেলায় সমতা ফিরিয়েছে দলটি। এরপর আরেকটি গোল করে ইতোমধ্যে ২-১ গোল ব্যবধানে লিডে চলে গেছে সৌদি আরব। কাতারের লুসাইল স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা এবং সৌদি আরব। যেখানে প্রথমার্ধ শেষে ১-০ গোল ব্যবধানে এগিয়ে ছিল আর্জেন্টাইনরা। যদিও সৌদির জালে ৪ বার বল জড়িয়েছিল তারা। তবে অফসাইডের কারণে তিনবারই গোল বাতিল হয়। এদিকে প্রথমার্ধে ডিফেন্সিভ মুডে খেলা সৌদি বিরতির পর নতুন কৌশল নিয়ে মাঠে নামে। খেলার শুরুতে ৪-৫-১ পজেশনে খেলা আরবীয়রা দ্বিতীয়ার্ধে মাঠে নামে ৪-৪-১-১ পজেশনে। আর তাতে আক্রমণ বাড়ানোর ইঙ্গিতই দিয়ে রেখেছিল সৌদি আরব। দলটির ফুটবলাররাও কোচের চাওয়া পূর্ণ করেছে। বিরতির পর মাঠে নেমে তিন মিনিটের মধ্যে আর্জেন্টিনার জালে বল জড়ায়। খেলার ৪৮তম মিনিটে আলবিরাকানের অ্যাসিস্টে সৌদিকে ম্যাচে সমতায় ফেরান আল শেহরি। এর ঠিক পাঁচ মিনিট পরে দুর্দান্ত, দর্শনীয় এক গোল দিয়ে সৌদিকে এগিয়ে দেন আল দাউসারি। ম্যাচের ৫৩তম মিনিটে মাঝমাঠ থেকে একাকী বল টেনে ডি-বক্সের বাম পাশ থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান দাউশারি।

এ সম্পর্কিত আরও পড়ুন ২১ | গোল | ব্যবধানে | লিডে | চলে | গেছে | সৌদি | আরব