হলদে কাঁচুলিতে ঢাকা আঁটসাঁট শরীর। হলুদ বস্ত্র সরিয়ে উন্মুক্ত ঊরু। সঙ্গে ভারী অলঙ্কার। চোখ ধাঁধানো রূপে হইচই ফেলছেন সানি লিওন। মাথায় মুকুট, হাতে হাতপাখা। চোখেমুখে শান্ত আক্রোশ। যেন প্রতিশোধস্পৃহার আঁচ ফুটে বেরোচ্ছে, যুদ্ধে যেতে চান রানি। কিসের যুদ্ধ? কী চলছে সানির জীবনে? বুঝতে চেষ্টা করছেন তার ভক্ত অনুরাগীরা।
দেখা যায়, রানির বেশে ছবির নীচেই রয়েছে সূত্র। সানি হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “ওহ মাই গোস্ট”। এরপরই দুয়ে দুয়ে চার করেন সকলে। দুই সপ্তাহ আগেই প্রচার ঝলক প্রকাশ্যে এসেছে তামিল ছবি ‘ওহ মাই গোস্ট’-এর। ভৌতিক কমেডি সেটি, মুক্তি পেতে চলেছে সামনেই। তবে দিনক্ষণ স্পষ্ট করে জানাননি নির্মাতারা।
ছবির পোস্টারে যোদ্ধার বেশে সানি। সেই দেখে বোঝা যায় প্রেক্ষাপট প্রাচীন। তৎকালীন সময়ে শুরু হয়ে পিছনে হাঁটবে এই ছবি। যুদ্ধক্ষেত্রে ছিনিয়ে নেবে আত্মপরিচয়। এই ছবি দিয়েই নায়িকা হিসেবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পা রাখবেন সানি।
‘ওহ মাই গোস্ট’ ছবির পরিচালনার দায়িত্বে অভিষেক কপূর। চিত্রনাট্যেও রয়েছে চমক। এক অবিবাহিত মহিলা এবং তার দুই বন্ধু একটি ছোট শহরে পৌঁছে অলৌকিক কিছু অনুভব করবেন। জানতে পারবেন ভূতের সঙ্গে নিজেদের আত্মিক যোগাযোগের কথা। খোঁজ মিলবে উত্তরাধিকারের। সেই রহস্য উদঘাটনেই টানটান দৃশ্য ধরে রেখে দর্শককে নিখাদ বিনোদন দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন নির্মাতারা।
সানিই এ ছবির মূল আকর্ষণ, তাতে সন্দেহ নেই। ‘রাগিণী এম এম এস ২’-এর পর আবার তাকে ভৌতিক ছবির নায়িকা হিসাবে পাওয়া যাবে জেনে উচ্ছ্বসিত তার অনুরাগীরা।
২০১২ সালে পূজা ভট্টের থ্রিলার ‘জিসম ২’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন সানি। পরে ‘জ্যাকপট’, ‘রাগিণী এমএমএস ২’, ‘এক পহেলি লীলা’ এবং ‘মস্তিজাদে’-র মতো ছবিতে অভিনয় করেন। সানিকে সম্প্রতি এমএক্স প্লেয়ার ওয়েব সিরিজ ‘অনামিকা’-তে মূল চরিত্রে দেখা গিয়েছে, যা চলতি বছরের শুরুতেই মুক্তি পেয়েছে।
আগামী দিনে অর্জুন রামপাল অভিনীত ‘দ্য ব্যাটল অব ভিমা কোরেগাঁও’ ছবির একটি গানে সানিকে দেখা যাবে। ২০২৩ সালে মুক্তি পাবে সেই ছবি। তাছাড়াও অনুরাগ কাশ্যপের একটি ছবিতেও কাজ করছেন সানি লিওন। পাশাপাশি তার হাতে আছে এখন দক্ষিণের চাবি।