আর্কাইভ থেকে বিনোদন

আর্জেন্টিনার হারে ফারুকীর বিশ্লেষণ

আর্জেন্টিনার হারে ফারুকীর বিশ্লেষণ
এটা মেনে নেয়া যায় না; আর্জেন্টিনা-সৌদি আরবের মধ্যকার ম্যাচের ফলাফল দেখে আকাশী-নীল জার্সিধারীদের এমনই মনে হবে। যেকোনো আর্জেন্টাইন সমর্থক তো সহজে এমন ফলাফল হজমও করতে পারবে না। কিন্তু এটাই সত্য যে, কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোল ব্যবধানে হেরে গেছে আর্জেন্টিনা। এ নিয়ে সোশালমিডিয়ায় সরগরম। ইতোমধ্যেই মন ভেঙে গেছে আর্জেন্টিনার ভক্তদের। বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে জানালেন এই খেলা নিয়ে মতামত। তিনি পোস্টে বলেন, এই মূহুর্তে বিশ্ব ফুটবলে আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড় মেসি। মেসির হাতে একটা বিশ্বকাপ দেখার ইচ্ছা আমারও। কিন্তু পাশাপাশি একটা কথাও বলা দরকার। আমাদের তরুন বন্ধুরা আজকাল এক ধরনের আতিশয্যের বশে মেসিকে ম্যারাডোনার চেয়েও উপরে তুলে ফেলেন। তিনি আরও বলেন, ম্যারাডোনা এবং মেসি দুইজনকেই দূর্বল সতীর্থদের নিয়ে খেলতে হয়েছে। কিন্তু এই দুইজনের মধ্যে পার্থক্য এই যে, ম্যারাডোনা এই পরিস্থিতিতেও একাই ম্যাচ বের করে নিয়ে গেছে বহুবার, কাপ জিতেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মেসি এই জায়গায় পিছিয়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন আর্জেন্টিনার | হারে | ফারুকীর | বিশ্লেষণ