আর্কাইভ থেকে বাংলাদেশ

দুর্নীতির তথ্য সংগ্রহ এবং তথ্য চুরি এক নয়; সাংবাদিক রোজিনা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

দুর্নীতির তথ্য সংগ্রহ এবং তথ্য চুরি এক নয়; সাংবাদিক রোজিনা প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ট্রাসপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবি’র সমলোচনা করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, টিআইবি গবেষণা না করে তথ্য প্রকাশ করে। দুর্নীতি রিরোধী আন্তর্জাতি সংস্থাটি তাদের অর্থিক সহায়তাকারী দেশগুলোর দুর্নীতির বিষয়ে কিছুই প্রকাশ করে না। টিআইবি শুধুমাত্র দরিদ্র দেশগুলোর দুর্নীতির তথ্য প্রকাশ করে। 

সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে ছবির ভাষায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ এ্যালবামের মোড়ক উন্মোচণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

এসময় সাংবাদিক রোজিনার ঘটনাকে ‘অনভিপ্রেত’ আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, দুর্নীতির তথ্য সংগ্রহ এবং তথ্য চুরি এক জিনিস নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্নীতির | তথ্য | সংগ্রহ | তথ্য | চুরি | এক | সাংবাদিক | রোজিনা | প্রসঙ্গে | তথ্য | ও | সম্প্রচার | মন্ত্রী