আর্কাইভ থেকে এশিয়া

বহুতল ভবনে বাঘের হানা!

বহুতল ভবনে বাঘের হানা!
জঙ্গল ছেড়ে মুম্বাই শহরের বহুতল ভবনে বাঘ! এমনকী চিতাবাঘের হানায় জখম হলেন বহুতলের বাসিন্দা তিন ব্যক্তি। এভাবে লোকালয়ে বাঘের হানায় আতঙ্ক ছড়ায় ওই বহুতল ও পার্শ্ববর্তী এলাকায়। রীতিমতো ছুটোছুটি, চেঁচামেচি শুরু হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় বনকর্মীদের একটি দল। তবে এখনও পর্যন্ত বাঘটিকে খাঁচাবন্দি করা যায়নি। তিন দিন আগে আইআইটি বোম্বে ক্যাম্পাসে চিতাবাঘ ঘুরতে দেখা গিয়েছিল। হাজার খুঁজেও বাঘটিকে ধরা যায়নি। ফলে ক্যাম্পাস চত্বর ও পোয়াই এলাকায় আতঙ্ক রয়েছে এখনও। ওই এলাকার বাসিন্দারা নিশ্চিন্তে জীবন যাপন করতে পারছেন না। বৃহস্পতিবারের ঘটনাটি মুম্বাইয়ের কল্যাণ এলাকার। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রথমে ওই বহুতলের একতলায় দেখা যায় চিতাবাঘটিকে। সেটি জানালা দিয়ে ঘরের ভিতরে ঢোকার পরেই ‘বাঘ বাঘ’ চিৎকার শুরু হয়। সঙ্গে বহুতলের বাসিন্দাদের মধ্যে দৌড়াদৌড়ি পড়ে যায়। ঘটনার সময় অনেকে যেমন দরজা-জানলা বন্ধ করে ঘরে বসে আতঙ্কে কাঁপেন, কেউ কেউ আবার হাতের কাছে যা পান তাই নিয়েই বেরিয়ে পড়েন বাঘ মারতে। অনেকের হাতে লাঠি, লোহার পাইপ দেখা যায়। যদিও ততক্ষণে বহুতলের বাসিন্দা তিন জনের উপর হামলা চালিয়েছে বাঘটি। এদিকে টুইটারে বহুতলে বাঘ ঢোকার ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে জানালা দিয়ে ঘরে বাঘ ঢোকার দৃশ্য দেখা গেছে। এক প্রত্যক্ষদর্শী বলেন, বহুতলায় এক তলায় বাঘ দেখেছি। ঘরে একজন ছিল তখন। তার উপর হামলা চালায় বাঘটি।

এ সম্পর্কিত আরও পড়ুন বহুতল | ভবনে | বাঘের | হানা