আর্কাইভ থেকে দুর্ঘটনা

গাজীপুরে নিটিং কারখানায় আগুন

গাজীপুরে নিটিং কারখানায় আগুন
গাজীপুরের একটি নিটিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 
 
সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
 
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
 
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় অবস্থিত সিদ্দিক নিটওয়্যার লিমিটেড কারখানার শার্টের কলার তৈরির সেকশনে আগুন লাগে। মুহূর্তেই আগুন টিনশেডের তৈরি ওই সেকশনে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে।
 
স্থানীয়রা ও কারখানার কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন।
 
ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর তারা আগুন নেভাতে সক্ষম হন।
 
আগুনে কারখানার শার্টের কলার তৈরির পাঁচটি মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
 
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।
 
এস মুন্নী

এ সম্পর্কিত আরও পড়ুন গাজীপুরে | নিটিং | কারখানায় | আগুন