আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ীতে এক শিশুসহ করোনায় আক্রান্ত ৬ জন

ফুলবাড়ীতে এক শিশুসহ করোনায় আক্রান্ত ৬ জন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বিভিন্ন প্রচার-প্রচারনা চালালেও কাজে আসছে না। জনসাধারণ স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই চলাচল করছে। এ দিকে স্বাস্থ্যবিধি না মানায় দিনদিন করোনা সংক্রমণের মাত্রা বেড়েই চলছে। গত এক সপ্তাহে এক শিশুসহ ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সঙ্গে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা করছেন উপজেলাবাসী।

ফুলবাড়ী হাসপাতালের পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, এ উপজেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৮৪ জন। সুস্থ হয়েছেন ৭৩ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন।

প্রথম ধাপে ভারতীয় টিকা নিয়েছেন ৭ হাজার ৩৩১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫ হাজার ৩১৭ জন। এখনো এ উপজেলার ২ হাজার ১৪ জন ব্যক্তি করোনার দ্বিতীয় ডোজ নিতে পাড়েননি।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, করোনা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা অব্যাহত আছে। পাশাপাশি করোনা প্রতিরোধে স্ব-স্ব ইউনিয়নের সাধারণ মানুষ যাতে মাস্ক ব্যবহার করেন ও স্বাস্থ্য বিধি মেনে চলেন সে ব্যাপারে চেয়ারম্যানদেরকেও নিদের্শনা দেয়া হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলবাড়ীতে | এক | শিশুসহ | করোনায় | আক্রান্ত | ৬ | জন