আর্কাইভ থেকে বাংলাদেশ

গাঁজার তেলের কেক; এক টুকরা ১০ হাজার টাকা !

গাঁজার তেলের কেক; এক টুকরা ১০ হাজার টাকা !

এক টুকরা কেকের দাম পাঁচ থেকে ১০ হাজার টাকা। গাঁজার তেল দিয়ে বানানো এই কেক খেয়ে নেশায় বুঁদ হয়ে থাকে রাজধানীর বখে যাওয়া শ্রেণীর ধনীর দুলাল-দুলারীরা।

এই কেককে আসক্তরা বলে ব্রাউনি। এলএসডি’ মাদকের তদন্তে গিয়ে এই কেকের রহস্য উদঘাটন করেছেন গোয়েন্দারা।  

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ব্রাউনিসহ, দুই তরুণকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার হওয়া দু’জনই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উচ্চবিত্ত পরিবারের সন্তান।

গ্রেফতারকৃতরা জানিয়েছে, গাঁজা সেদ্ধ করে এক ধরনের তেল তৈরি করা হয়। এই তেল দিয়েই বানানো হয়, ব্রাউনি কেক।

পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংকেতিক নাম ব্যবহার করে এসব কেক বেচা-কেনা করা হয়। মূলত: ধনী পরিবারের তরুণ-তরুণীরা এই মাদকের ক্রেতা।

অনেক দিন ধরেই উচ্চবিত্ত সমাজে এই মাদকটি ব্যবহার করা হয়। তবে এই মাদক উদ্ধারের ঘটনা এটিই প্রথম।

পুলিশ বলছে, মাদকটি বাংলাদেশেই তৈরি করছে একাধিক চক্র। এর সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন গাঁজার | তেলের | কেক | এক | টুকরা | ১০ | হাজার | টাকা |