করোনাভাইরাসের বিস্তার রোধে রাজশাহী মহানগরীতে কঠোর লকডাউন শুরু হয়েছে।
শুক্রবার বিকেল ৫টা থেকে এ লকডাউন শুরু হয়েছে।
আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, সিদ্ধান্ত অনুযায়ি সাতদিন কঠোর লকডাউন চলবে।
গত বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর এলাকায় সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেয়া হয়। আগামী ১৭ জুন মধ্যরাত পর্যন্ত এ লকডাউন চলবে।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এর আগে রাজশাহীতে দুই দফা বিধিনিষেধ আরোপ করেছিল জেলা প্রশাসন। কিন্তু সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় কঠোর লকডাউন দেয়া হলো।
মুনিয়া