আর্কাইভ থেকে ক্রিকেট

সাকিব কাণ্ডের পরেও জয় পেলো মোহামেডান

সাকিব কাণ্ডের পরেও জয় পেলো মোহামেডান

সাকিব আল হাসানের বিতর্কিত কর্মকাণ্ডের দিনে আবাহনীর বিপক্ষে ডিএলএস মেথডে ৩১ রানে জিতেছে মোহামেডান। হেরে পয়েন্ট টেবিলের দুইয়ে আবাহনী, মোহামেডান চারে। লেজেন্ডস অব রূপগঞ্জকে ১০১ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে প্রাইম ব্যাংক। আরেক ম্যাচে শেষ বলে প্রাইম দোলেশ্বরকে ৩ উইকেটে হারিয়েছে শেখ জামাল।
 
একসময় আবাহনী মোহামেডান ম্যাচ মানেই মাঠে হট্টগোল, গ্যালারিতে মারামারি, আম্পায়ারিং নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ। সেটা এখন শুধু্ই ইতিহাস। দর্শকদের খানিকটা হলেও সে উত্তেজনা মনে করিয়ে দিলো 'সাকিব কাণ্ড'।

আগে ব্যাট করতে নেমে দলীয় ৩৭ রানে পারভেজ ইমনের উইকেট হারায় মোহামেডান। এরপর আবদুল মজিদ ও ইরফান শুক্কুরের ব্যাটে বড় স্কোরের স্বপ্ন। তবে জোড়া আঘাতে লাগাম টেনে ধরেন একেএস স্বাধীন। বিপর্যয়ে সাকিবের ব্যাটে রান। ইনিংস লম্বা করতে না পারলেও ২৭ বলে করেন ৩৭ রান। ১৪৫ রান তোলে মোহামেডান।

জবাবে ৯ রানে ৩ উইকেট হারিয়ে চরম বিপর্যয় আবাহনীর। নাঈম শেখ ও একেএস স্বাধীনকে শূন্য রানে বিদায় করেন শুভাগত হোম। বিপর্যয় সামলে উঠার চেষ্টায় নাজমুল হোসেন-মুশফিকুর রহিম জুটি। সাকিবের প্রথম ওভারে এক ছক্কা ও এক ৪ হাঁকান মুশফিক। সেই ওভারেই এলডব্লিউর আবেদনে আম্পায়ার সাড়া না দেয়ায় ক্ষোভ ঝাড়েন সাকিব।

ষষ্ঠ ওভারে বৃষ্টির কারণে খেলা স্থগিত করেন আম্পায়ার। আকাশী নীলদের রান তখন ৩১। বৃষ্টির পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৯ ওভারে আবাহনীর টার্গেট ৭৬ । বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে পারেনি দলটি। ৬ উইকেটে হারিয়ে থামে ৪৪ রানে। ৩১ রানের জয় পায় মোহামেডান। 

সকালে টস হেরে ব্যাট করতে নেমে ৫ ইউকেটে ১৬৯ রান তোলে প্রাইম ব্যাংক। এনামুল হক বিজয় ৬৯ আর রনি তালুকদার করেন ৫৩ রান। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬৮ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ। 

আরেক ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৬ রান তোলে প্রাইম দোলেশ্বর। ইমরানুজ্জামান ৬৫ আর শামিম পাটোয়ারি করেন ৪৯ রান। জবাব উত্তেজনা জমিয়ে জিয়াউর রহমানের ব্যাটে শেষ বলে জয় তুলে নেয় শেখ জামাল। জিয়া করেন ৩৩ বলে ৫৩। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিব | কাণ্ডের | পরেও | জয় | পেলো | মোহামেডান