খেলাধুলা

সিলেটকে হারিয়ে রংপুরের দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

বিপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল রংপুর রাইডার্স। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে রংপুর। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে দলটি। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২১ রানে ইনিংস শেষ করে সিলেট।

এতে ৩৪ রানের জয় নিশ্চিত করে নুরুল হাসান সোহানের দল।

সিলেটের সামনে খুব বড় লক্ষ্যমাত্রা দেয়নি রংপুর। তবে ১৫৬ রানের লক্ষ্যমাত্রা ছিল যথেষ্ট লড়াকু। সিলেট শিবিরে প্রথম আঘাত হানেন কামরুল ইসলাম রাব্বি। ইনিংসের দ্বিতীয় ওভারে জর্জ মুনশিকে ফিরিয়ে দেন এই পেসার। আরেক ওপেনার রনি তালুকদার একপাশে বেশ ভালোই খেলতে থাকেন।

তার সতীর্থ জাকির হাসান অবশ্য ১৮ (১২) রানেই ফিরেছেন, তার উইকেট নিয়েছেন নাহিদ রানা। রনির ব্যাটে ফিফটি আসেনি, ৩৬ বলে ৪১ রানে খুশদিল শাহর বলে বোল্ড হয়ে ফিরেছেন এই ব্যাটার।

সিলেটের পক্ষে ব্যাট হাতের এরপর কেবল জাকের আলী একা লড়েছেন। সেই লড়াই অবশ্য টি-টোয়েন্টিসুলভ হয়নি। তিনিও নাহিদ রানার শিকার হয়েছেন। ৩৩ বল খেলে ২৪ রানে প্যাভিলিয়নে ফিরেছেন।

সিলেটের পরের ব্যাটাররা কেউ দুই অঙ্কে ভিড়তে পারেননি।

জাতীয় দলের ফাস্ট বোলার নাহিদ একে একে ৪ টি উইকেট নিয়েছেন। খুশদিল শাহ ও মোহাম্মদ সাইফউদ্দিন নিয়েছেন ২ টি করে উইকেট।

এর আগে রংপুরের হয়ে ভালো শুরু করেন অ্যালেক্স হেলস ও স্টিভেন টেইলর। তবে চতুর্থ ওভার চলাকালীন সময়ে তানজিম সাকিবের শিকার হন হেলস। এ পরের ওভারেই সাইফ হাসানকে ফিরিয়েছেন আল আমিন হোসেন। দলের রান ২২ ও ২৬ থাকাকালীন সময়ে এই দুই ব্যাটার আউট হন। আল আমিনের শিকার হয়ে একই ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন টেইলর। এতে কিছুটা বিপাকেই ছিল রংপুর।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও দারুণ ব্যাটিং করেছেন ইফতিখার আহমেদ। তিনি ৪২ বলে ৪৭ রান করে নটআউট ছিলেন। অধিনায়ক হয়ে দায়িত্ব পালন করেছেন নুরুল হাসান সোহান। সোহানের ব্যাটে আসে ২৪ বলে ৪১ রানের ইনিংস। খুশদিল শাহ ১৬ বলে ২১ রান, মেহেদী হাসান ৮ বলে ১৬ রান করেছেন।

শেষ পর্যন্ত ২০ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রান করে রংপুর রাইডার্স।

সিলেটের পক্ষে বল হাতে তানজিম হাসান সাকিব ও আল আমিন হোসেন ২ টি করে উইকেট নিয়েছেন।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন রংপুর রাইডার্স