জাতীয়

প্রতিবেদন দাখিলে সময় বাড়ালো সংস্কার কমিশন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে গঠিত কমিশনগুলো চলতি ডিসেম্বরে প্রতিবেদন দাখিল করার কথা ছিলো। তবে বেশিরভাগ কমিশন নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। ফলে সংস্কার কমিশন প্রধানরা প্রতিবেদন জমা দিতে আরও কিছুদিন সময় চেয়েছেন ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, আসছে ৩ জানুয়ারির মধ্যে বদিউল আলম মজুমদারের নেতৃত্বে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে।

৭ জানুয়ারির মধ্যে ড. ইফতেখারুজ্জামানের নেতৃত্বে থাকা দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেবে ।

এছাড়াও জানুয়ারির ১৫ তারিখ পর্যন্ত সময় চেয়েছে পুলিশ সংস্কার কমিশন।

অন্যদিকে ৭ জানুয়ারি প্রতিবেদন দেবে সংবিধান সংস্কার কমিশন।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন সংস্কার কমিশন | রাষ্ট্র সংস্কার | প্রতিবেদন