অর্থনীতি

দাম কমলো ডিজেলের, অপরিবর্তিত পেট্রোল-অকটেন

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এ দফায় কেরোসিন ও ডিজেলের দাম লিটারপ্রতি ১ টাকা কমানো হয়েছে। এছাড়াও পেট্রোল-অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় মূল্য বিষয়ক গেজেট জারি করেছে ।

ডিজেল ও কেরোসিনের দাম ১০৫ টাকা থেকে কমিয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের মূল্য। ভোক্তাপর্যায়ে পূর্বের মতোই পেট্রোল ১২১ টাকা ও অকটেন ১২৫ টাকায় বিক্রি হবে।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন জ্বালানি | ডিজেল