সাকিব আল হাসান খেলছেন না এবারের বিপিএল। তবে সাকিবের স্মৃতি ফিরিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ২০২৩ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসের আউটের কথা মনে থাকবে দর্শকদের। সাকিবের আবেদনের প্রেক্ষিতে টাইমড আউট হয়েছিলেন ম্যাথিউস। বিপিএলের চলতি আসরে দেখা গেলো তেমনই এক ঘটনা, তবে এখানে মিরাজ ছিলেন কিছুটা ব্যতিক্রম।
খুলনা-চিটাগাং ম্যাচের দ্বিতীয় ইনিংসের সপ্তম ওভারের ঘটনা। মাত্র ৫৬ রান তুলতে তখন ৬ উইকেট হারিয়েছে চিটাগাং। সপ্তম ওভারের প্রথম বলে মোহাম্মদ নওয়াজের শিকার হয়ে বিদায় নিয়েছেন হায়দার আলী। নতুন ব্যাটার টম ও’কনেল ক্রিজে আসতে নির্ধারিত সময় পার করে ফেলেন। তখন খুলনা অধিনায়ক মিরাজ ফিল্ড আম্পায়ারের কাছে টাইমড আউটের আবেদন করেন।
থার্ড আম্পায়ারের সহায়তায় মাঠে থাকা আম্পায়ার টম ও কনেল’কে টাইমড আউটের সিদ্ধান্ত জানান। অনেকখানি হতাশ হয়ে ও কনেল যখন মাঠ ছেড়ে যাচ্ছিলেন, তখন মিরাজ তার সিদ্ধান্ত বদল করেন। ও কনেল’কে মাঠে ফেরানোর জন্য আবেদন করেন তিনি। সেসময় মাঠে স্পোর্টসম্যানশিপের একটি নজির তৈরি হয়। অবশ্য এই অস্ট্রেলিয়ান ব্যাটার এক বল খেলেই মিরাজের হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।
এম এইচ//