কুড়িগ্রামের নাগেশ্বরীতে ঘর থেকে হারিয়ে যাওয়া ৭ মাসের ঘুমন্ত শিশু আদিবার লাশ ২৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের শিশুটির দাদা মোহাম্মদ আলী ও দাদি আমেনা বেগমকে আটক করা হয়েছে পুলিশ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, লেট্রিনের সেপটি ট্যাংক থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার নেওয়াশী ইউনিয়নের চাকেরকুটি ব্যাপারীটারী গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম ও ফেরদৌসি আক্তার খুশি দম্পত্তির ৭ মাসের কন্যাশিশু আদিবা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঘরে ঘুমিয়ে ছিল আদিবা। এসময় শিশুটির মা বড় মেয়ে আশফিয়া খাতুন (৭) কে টিউবওয়েলে গোসল করাতে নিয়ে যান। হঠাৎই ঘরে কেঁদে ওঠে শিশুটি। তার কান্না শুনে দৌড়ে ঘরে গিয়ে বিছানায় তাকে না পেয়ে কাঁদতে থাকেন তিনি। তার কান্না শুনে উপস্থিত হয় পরিবার ও প্রতিবেশীরা। পরে সকলে মিলে আশেপাশে অনেক জায়গায় খুঁজেও তার সন্ধান পাওয়া যায়নি। পুলিশ খবর পেয়ে ঐদিন ঘটনাস্থল পরিদর্শন করেন। পরদিন ফের তারা সেখানে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে তল্লাশি চালান। একপর্যায়ে ঘরের পিছনে লেট্রিনের ঢাকনা তুলে কূপ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির এ রহস্যময় নিখোঁজ ও মৃত্যু মেনে নিতে পারেনি কেউই। অনেকে একে অলৌকিক ঘটনা বললেও সঠিক কারন উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
জেডএস/