মিরপুরে বিপিএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও চিটাগাং কিংস। প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ২০৩ রান সংগ্রহ করে খুলনা। জবাবে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে চিটাগাং। এতে ৩৭ রানে জয়ী হয়ে বিপিএলে শুভসূচনা করলো খুলনা।
দুইশোর ওপরে লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে খুলনার বোলার ওশানে থমাস এক বলেই ১৫ রান দিয়েছেন। সবমিলিয়ে দিয়েছেন ১৮ রান। সেই ওভারে নাইম ইসলামের উইকেটও নিয়েছেন তিনি। তবে এক বলে ১৫ রান দেয়ার ঘটনা বিশ্বরেকর্ড হয়ে রইলো।
চিটাগাংয়ের টপ অর্ডার অবশ্য ভঙ্গুর ছিল। খানিক বিরতি দিয়ে উইকেট হারিয়েছে তারা। এমনকি দলীয় রান যখন ৫৬, তারা তাদের চতুর্থ উইকেট হারায়। এরপর নতুন ওভারের প্রথম দুই বলে আরও দুই উইকেট হারায় তারা। এতে ৫৬ রানেই ৬ উইকেট হারিয়ে বসে দলটি।
একপ্রান্তে অবশ্য আলো ছড়িয়েছেন শামীম হোসেন পাটোয়ারী। তিনি ৩৮ বলে ৭৮ রানের ইনিংস খেলেছেন। যা ব্যবধান কমাতে সাহায্য করেছে। শামীমের ইনিংসে ছিল ৭ টি চার ও ৫ টি ছয়ের মার। খালেদ আহমেদ ৪ বল খেলে ১৪ রান নিয়েছেন।
খুলনার পক্ষে বল হাতে আবু হায়দার রনি একাই ৪ উইকেট নিয়েছেন।
এর আগে খুলনার পক্ষে দারুণ ব্যাটিং করেছেন অস্ট্রেলিয়ান ওপেনার উইলিয়াম বসিসতো। তিনি শেষপর্যন্ত অপরাজিত ছিলেন ৫০ বলে ৭৫ রান করে। মোহাম্মদ নাইম ২৬ রান করে বিদায় নিয়েছেন। মেহেদী হাসান মিরাজ ১৮ বলে ১৮ রান করে আউট হয়েছেন। ইব্রাহিম জাদরান ও আফিফ হোসেনের ব্যাটে রান না এলেও, একদিকে দুর্দান্ত ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন।
অঙ্কনের ব্যাটে গড়া হলো রেকর্ড। মাত্র ১৮ বলে ফিফটি পেয়েছেন তিনি। যা বিপিএলের ইতিহাসে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম হাফসেঞ্চুরি। তিনি শেশ পর্যন্ত অপরাজিত ছিলেন ২২ বলে ৫৯ রান করে। তার ইনিংসে ছিল ৬ টি ছক্কা ও ১ টি চারের মার।
চিটাগাংয়ের পক্ষে বল হাতে আলিস আল ইসলাম ও খালেদ আহমেদ ২ টি করে উইকেট নেন।
এম এইচ//