আর্কাইভ থেকে দেশজুড়ে

সাঁওতাল হত্যার বিচারসহ ৭ দফা দাবিতে গোবিন্দগঞ্জে সমাবেশ

সাঁওতাল হত্যার বিচারসহ ৭ দফা দাবিতে গোবিন্দগঞ্জে সমাবেশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বহুল আলোচিত তিন সাঁওতাল হত্যার বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও জমি ফেরত সহ সাত দফা দাবিতে সমাবেশ করেছেন সাঁওতালরা। আজ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুর ২টা থেকে পৌর শহরের থানা চারমাথায় সাহেবগঞ্জে এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন, বিরোধপূর্ণ জমিতে ইপিজেড এর সকল কার্যক্রম বন্ধের দাবি জানান। এছাড়া আবাদি জমি নষ্ট করে ইপিজেড কার্যক্রম বাস্তবায়ন করতে হলে সেই ২০১৬ সালের ৬ নভেম্বরের মত আরেকবার তাদের হত্যা করে তা বাস্তবায়ন করতে হবে। বক্তারা তিন সাঁওতাল হত্যার বিচার, বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুর, লুটপাট ও জমি ফেরত সহ সাত দফা বাস্তবায়নে দাবি জানান। অন্যথায় রাজপথ অবরোধ সহ বৃহত্তর কর্মসূচি দেয়া হবে। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির একাংশে সভাপতি বার্নাবাস টুডুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন, ভূমি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক ও কাটাবাড়ি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছামিউল আলম, সিপিবি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির একাংশের সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম, সদস্য গণেশ মুরমু, আজমল হোসেন ও আরিফুল ইসলাম মিজান প্রমুখ। সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি পুনরুদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, সহ সাংগঠনিক সম্পাদক সুফল হেমব্রম, আদিবাসী নেত্রী সুচিত্রা তৃষ্ণা মুরমু, অলিভিয়া হেমব্রম ও প্রিসিলা মুরমু প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন সাঁওতাল | হত্যার | বিচারসহ | ৭ | দফা | দাবিতে | গোবিন্দগঞ্জে | সমাবেশ