বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ।বিশ্বের অন্যান্য দেশের মত দেশেও পালিত হচ্ছে দিনটি। এবারের দিবসের প্রতিপাদ্য “মুজিব বর্ষের আহ্বান, শিশুশ্রমের অবসান”
২০২১ সালকে আন্তর্জাতিক শিশু শ্রম নিরসন বর্ষ ঘোষাণা করেছে জাতিসংঘ।
বাংলাদেশ সরকার ২১ সালের মধ্যে ঝুঁকিমুক্ত শিশুশ্রম এবং ২০২৫ সালের মধ্যে সব ধরনের শিশুশ্রম বন্ধের লক্ষ্যে কাজ করছে।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশ মনে করে, করোনার এই মাহামারীতে শিশুশ্রম নিরসন বর্ষ চ্যালেঞ্জের মুখোমুখি। একদিকে করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ অন্যদিকে বেঁচে থাকার তাগিদ। আর বেঁচে থাকার তাগিদে অনেক দরিদ্র পরিবার শিশুদেরকেই শ্রমে নিয়োজিত করছেন।
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকোর কান্ট্রি ডিরেক্টর আবদুল হামিদ আরো বলছেন, কেবল দারিদ্রতাই শিশুশ্রমের জন্য দায়ী নয়। এক্ষেত্রে পরিবারের সচেতনতা জড়িত।
তিনি বলেন, গেলো ১০ বছরে, বাংলাদেশে শিশুশ্রম কমেছে অনেক।তবে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম কমানোর জন্য আরো কাজ করতে হবে।।করোনার এই সময়ে শিশুশ্রম নিরুৎসাহিত করতে সবার সচেতনতা জরুরি।না হলে পরিস্তিতি ভয়াবহ হতে পারে। শিশুদের শিক্ষা দেবার পাশাপাশি তাদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে তাগিদ দিলেন আব্দুল হামিদ।