আর্কাইভ থেকে জাতীয়

সিদ্ধান্ত পরিবর্তনের এখনও সময় আছে বিএনপির

সিদ্ধান্ত পরিবর্তনের এখনও সময় আছে বিএনপির
নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশের সিদ্ধান্ত পরিবর্তনের এখনও সময় আছে। গণমাধ্যমের কাছে এমনই আশা প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। শনিবার (৩ ডিসেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাহিনীটিতে কর্মরত সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে আইজিপি বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে সুনির্দিষ্ট কোনো নাশকতার তথ্য নেই। তবে সব বিষয় মাথায় রেখে নিরাপত্তার ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, ১০ ডিসেম্বর বিএনপি তাদের সমাবেশ করতে চায় নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের রাস্তায়। বাংলাদেশ ব্যাংক মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত সমাবেশ করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে অনুমতিও চেয়েছে দলটি। তবে বিএনপিকে ২৬ শর্তে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৯ নভেম্বর ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। ডিএমপি জানায়, নয়াপল্টনে সমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে। তাই ওই স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে ২৬ শর্তে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন সিদ্ধান্ত | পরিবর্তনের | এখনও | সময় | আছে | বিএনপির