আর্কাইভ থেকে ফুটবল

যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ
ফিফা কাতার বিশ্বকাপে আজ থেকে শুরু হবে নক আউট পর্বের খেলা। নক আউটের মঞ্চে আজশনিবার (৩ ডিসেম্বর)  দিবাগত রাত ১ টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে অলবিসেলেস্তারা। পরাজয় দিয়ে প্রথম ম্যাচ শুরু করলেও গ্রুপ পর্বের বাকি দুইটা ম্যাচ জিতে ভালো অবস্থানে আছে স্কালোনির শিষ্যরা। সবশেষ মাত্র দুই দিন আগে পোল্যান্ডের সঙ্গে দারুন এক জয় নিয়ে নক আউট নিশ্চিত করে তারা। দারুন এই জয়ের কম্বিনেশটা নিশ্চই ভাঙ্গতে চাইবেন না কোচ স্কালোনি। সেই কথা বিবেচনা করে পোল্যান্ডের সঙ্গে খেলানো একাদশকে নিয়ে মাঠে নামতে পারেন তিনি। কিন্তু এক্ষেত্রে কিছুটা বাধা হতে পারেন এনহেল ডি মারিয়া। পোল্যান্ডের সঙ্গে খেলায় তিনি পেশিতে কিছুটা আঘাত পেয়েছেন। আগের দিন অনুশীলন করেছেন দলের বাইরে। স্কালোনির অবশ্য কাল অনুশীলনের আগে বলেন, ডি মারিয়ার ফিটনেস দেখে ম্যাচের আগে চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি । তবে কিছু আর্জেন্টাইন মিডিয়ার মতে, শুরু থেকে ডি মারিয়াকে নামানোর ঝুঁকি নাও নিতে পারেন কোচ। সেক্ষেত্রে ডানে খেলবেন পাপ্পু গোমেজ কিংবা আনহেল কোরেয়া। আবার লতারো মার্তিনেজকে ওপরে তুলে আলভারেজ ও লিওনেল মেসিকেখেলাতে পারেন দুই দিকে। মধ্যমাঠে খেলাতে পারেন অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজেরকে। তখন পারেদেস ও রদ্রিগেজদকে থাকতে হবে বাইরে।এছাড়া বাকি পজিশন হয়তো আগের মতোই রাখবেন কোচ স্কালোনির।  

এ সম্পর্কিত আরও পড়ুন যেমন | হতে | পারে | আর্জেন্টিনার | একাদশ