আর্কাইভ থেকে জাতীয়

শিল্পীদের প্রতিবাদের ভাষা শিল্পকর্ম: প্রধানমন্ত্রী

শিল্পীদের প্রতিবাদের ভাষা শিল্পকর্ম: প্রধানমন্ত্রী
শিল্প-সংস্কৃতি যেকোনো দেশের আত্মপরিচয় বহন করে। শিল্পীর তুলির আঁচড়ে একটি দেশের ইতিহাস-ঐহিত্য ফুটে ওঠে। অন্যায়-অবিচারের বিরুদ্ধে শিল্পীদের প্রতিবাদের ভাষা শিল্পকর্ম। সৃজনশীলতার বার্তা যুদ্ধের বিপক্ষে শান্তির পক্ষে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১৯তম এশীয় চারুকলা প্রদর্শনীর উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের শিল্প সংস্কৃতির বিকাশে শিল্পকলা একাডেমির মাস্টারপ্ল্যান তৈরি করা হয়। সেখানে জাতীয় নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার, স্টুডিও থিয়েটার, সংগীত, নাট্যকলা মিলনায়তন, চারুকলা মিলনায়তন, নন্দন ও উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হয়েছে। আরও তিনটি মিলনায়তন নির্মাণের কাজও চলছে। শেখ হাসিনা বলেন, যে কোনো অন্যায়ের বিরুদ্ধে যখন আমাদের দেশের মানুষ সংগ্রাম করেছে, সেই প্রতিবাদের ভাষা আরও সমৃদ্ধি লাভ করেছে এবং মানুষের প্রতিবাদের ভাষা শাণিত হয়েছে শিল্পীর তুলির আঁচড়ে। মায়ের ভাষা বাংলা রক্ষার রক্তক্ষয়ী সংগ্রামও শিল্পীর তুলি আঁচড়ে প্রাণ পেয়েছিল। তিনি আরও বলেন, আমরা সব সময় শান্তির পক্ষে। আমরা শান্তিতে বিশ্বাস করি। দুর্ভাগ্যের বিষয় হলো, একদিকে করোনা মহামারি এবং আরেক দিকে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ; যেটা আসলে মানুষকে কষ্ট দিচ্ছে। এ জাতীয় যুদ্ধ যেনে না হয় সেজন্য শিল্পীদের ভূমিকা রাখতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন শিল্পীদের | প্রতিবাদের | ভাষা | শিল্পকর্ম | প্রধানমন্ত্রী