আর্কাইভ থেকে আওয়ামী লীগ

‘যে হাত দিয়ে আগুন দিতে আসবে, সেই হাত সেই আগুনেই পুড়াতে হবে’

‘যে হাত দিয়ে আগুন দিতে আসবে, সেই হাত সেই আগুনেই পুড়াতে হবে’
১৯৭৫ সাল থেকে আমরা মার খাচ্ছি। আর মার খাওয়ার সময় নেই। যে হাত দিয়ে মারতে আসবে, সে হাত ভেঙে দিতে হবে। যে হাত দিয়ে আগুন দিতে আসবে, সেই হাত সেই আগুনেই পুড়াতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগের যৌথ সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড হ‌লে ছাড় দেয়া হ‌বে না। নেতাকর্মীরা সবাই প্রস্তত থাকুন, যেনো কেউ মানুষের ক্ষ‌তি না কর‌তে পা‌রে। শেখ হাসিনা আরও বলেন, অগ্নি সন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেয়া যাবে না। বিএনপির মুখে গণতন্ত্র মানায় না। জিয়াউর রহমান কারফিউতন্ত্র দিয়ে গেছে। আর খালেদা দিয়েছে দুর্নীতিতন্ত্র। বিএনপির দুই গুণ, দুর্নীতি আর মানুষ খুন। তিনি আরও বলেন, কথায় কথায় বিদেশিদের কাছে ধর্ণা দিয়ে লাভ হবে না। সরকারপ্রধান বলেন, ক্ষমতা ভোগের বস্তু নয়। বিএনপি-জামায়াত থাকতে দেশের কোনো উন্নতি হয়নি। উন্নয়ন পোকার মতো খেয়েছে। উন্নয়ন করতে মানসিকতা থাকা দরকার। দিকদর্শন থাকা দরকার।

এ সম্পর্কিত আরও পড়ুন হাত | দিয়ে | আগুন | আসবে | হাত | আগুনেই | পুড়াতে | হবে