আর্কাইভ থেকে বিএনপি

আজই আদালতে হাজির করা হবে ফখরুল-আব্বাসকে

আজই আদালতে হাজির করা হবে ফখরুল-আব্বাসকে
গেলো ৮ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলার ঘটনায় নির্দেশদাতা হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ  শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে গেলো ৮ তারিখের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি জানান, দুপুরের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও আব্বাসকে আদালতে নেয়া হবে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রাত ৩টার দিকে সাদা পোশাকের পুলিশ দুজনকে বাসা থেকে নিয়ে যায়। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের অভিযোগ, সমাবেশের ভেন্যু পরিদর্শন শেষে বাসায় জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেন মির্জা আব্বাস। পরে নেতারা বাসা থেকে বের হয়ে গেলে সাদা পোশাকের পুলিশ একটি গাড়িতে করে তাকে নিয়ে যায়। অন্যদিকে মির্জা ফখরুলের স্ত্রী রাহাত আরা বেগম দাবি করেন, রাত ১০টা থেকে তাদের বাসার আশপাশে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ। পরে রাত সাড়ে ৩টার দিকে বিএনপির মহাসচিবকে বাসা থেকে নিয়ে যায়। সম্প্রতি পল্টন এলাকায় সংঘর্ষের ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে যাওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন আজই | আদালতে | হাজির | করা | হবে | ফখরুলআব্বাসকে