আর্কাইভ থেকে জাতীয়

গোলাপবাগ মাঠ পরিদর্শন শেষে যা বললেন ডিএমপি কমিশনার

গোলাপবাগ মাঠ পরিদর্শন শেষে যা বললেন ডিএমপি কমিশনার
বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশের অনুমতির সিদ্ধান্ত পুলিশের সিনিয়র কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কথা বলে জানানো হবে। বললেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ শুক্রবার (৯ নভেম্বর) গোলাপবাগ মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে আমরা এখানে (গোলাপবাগ মাঠ) এসেছি। সার্বিক বিষয়গুলো দেখলাম, শুনলাম। এখন এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে তারা যেভাবে সিদ্ধান্ত দেবেন, সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তিনি বলেন, বিএনপির পক্ষ থেকে রাতে বৈঠকে এ মাঠের প্রস্তাব ছিল। মূলত এ কারণেই এখানে আসা। এরআগে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, আমরা গেলাপবাগ মাঠে সমাবেশের অনুমতি চেয়েছি। পুলিশ জানিয়েছে এ বিষয়ে জানাবে। অনুমতি পেলে সেখানে সমাবেশ হবে। তিনি বলেন, পুলিশ আমাদের মৌখিক অনুমতি দিয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন গোলাপবাগ | মাঠ | পরিদর্শন | শেষে | ডিএমপি | কমিশনার