আর্কাইভ থেকে দেশজুড়ে

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ
পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করেছে আন্তঃজেলা বাস মালিক সমিতি। বিএনপির বিভাগীয় মহাসমাবেশকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রুটে চলাচলকারী যাত্রীরা। শনিবার (১০ ডিসেম্বর) শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও চাষাড়া বাসস্ট্যান্ড অপেক্ষারত যাত্রীরা গণমাধ্যমকে বলেছেন বাস বন্ধ থাকায় সিএনজিচালিত অটোরিকশা ও অন্যান্য পরিবহন বাড়তি ভাড়া হাঁকাচ্ছেন। এদিকে, গণপরিবহন বন্ধ থাকায় সিএনজি ও মোটরসাইকেলে ঢাকায় নিজ নিজ গন্তব্যে রওনা হচ্ছেন যাত্রীরা। এক্ষেত্রে যাত্রীদের স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিনগুণ বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। ভুক্তভোগী যাত্রীরা গণমাধ্যমের কাছে বলেন, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বাস বন্ধ হয়েছে। বাস বন্ধ হওয়ায় ৬০০ টাকার ভাড়া চাচ্ছেন ১৫০০ টাকা। সমাবেশ হলে যদি মধ্যবিত্ত মানুষদের পথে পথে হয়রানির শিকার হতে হয়, তবে এমন সমাবেশ তারা চান না। নারায়ণগঞ্জ বাস-মিনিবাস মালিক সমিতির ব্যবস্থাপনা পরিচালক আইয়ুব খান বলেন, সরকারের নির্দেশনায় বাস বন্ধ করা হয়নি। বিএনপির সমাবেশ ঘিরে নাশকতা ও ভাঙচুর হতে পারে এমন আশঙ্কায় পরিবহন মালিকদের সিদ্ধান্তের কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এখানে পরিবহন, যাত্রী ও স্টাফদের নিরাপত্তার বিষয় গুরুত্ব দেয়া হয়েছে। সরকারি দল থেকে কোনো চাপ দেয়া হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকানারায়ণগঞ্জ | রুটে | বাস | চলাচল | বন্ধ