আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না

ভারতে সংক্রমণ কমলেও মৃত্যু কমছে না

ভারতে করোনাভাইরাসের সংক্রমণে গেল ২৪ ঘণ্টায় মারা গেছে তিন হাজার ৯২১ জন। এর মধ্যে মহারাষ্ট্রেই মারা গেছে দুই হাজার ৭৭১ জন। রাজ্যটিতে কয়েক দিন ধরে কোভিডে হওয়া মৃত্যুর সংখ্যাটা বেশিই দেখা যাচ্ছে। গেলো সপ্তাহেই করোনায় মৃত্যুহার বেড়েছে ১৯ শতাংশ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে নতুনভাবে করোনা সংক্রমণ শনাক্তের হার নিম্নমুখী হয়েছে। গেল ২৪ ঘণ্টায় দেশটিতে শনাক্ত হয়েছে ৭০ হাজার ৪২১ জন। গেল এক এপ্রিলের পর একদিনে আবারো কমেছে আক্রান্তের সংখ্যা।

দেশটিতে সংক্রমণের হার এক সপ্তাহ ধরেই পাঁচ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও। কমতে কমতে তা নেমে এসেছে ১০ লাখের নিচে। ভারতে এখন সক্রিয় রোগীর সংখ্যা নয় লাখ ৭৩ হাজারের বেশি।

তবে নতুন সংক্রমণ, সংক্রমণের হার, সক্রিয় রোগী কমলেও, কমছে না মৃতের সংখ্যা। মৃত্যু কিছুটা বেড়ে হয়েছে চার হাজার ছুঁইছুঁই। করোনায় শুধু মহারাষ্ট্র রাজ্যেই মারা গেছে দুই হাজার ৭৭১ জন। এছাড়াও তামিলনাড়ুতে ২৬৭, কর্নাটকে ২০৬ এবং কেরালায় ১২৫ জন মারা গেছে। বাকি রাজ্যগুলোতে মৃত্যু হচ্ছে ১০০ জনের কম। করোনায় মৃত্যু নিয়ন্ত্রণে রয়েছে দেশটির বেশিরভাগ রাজ্যে। কয়েক দিন ধরে মৃত্যু নির্দিষ্ট অঙ্কের মধ্যেই ঘোরাফেরা করছে।

ভারতে প্রাণঘাতী এই ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছে তিন লাখ ৭৪ হাজার ৩০৫ জন। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে দুই কোটি ৯৫ লাখ।

এদিকে, মহামারি পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় রাজধানী নয়াদিল্লিতে শিথিল হয়েছে বিধিনিষেধ। আজ থেকে পুরোপুরি চালু হয়েছে মেট্রো ও বাস চলাচল। তবে যাত্রী সংখ্যা অর্ধেক রাখার কঠোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। খুলে গেছে সব দোকানপাটও। রেস্তোরায় শারীরিক দূরত্ব বজায় রেখে বসতে পারবে ক্রেতারা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | সংক্রমণ | কমলেও | মৃত্যু | কমছে