আর্কাইভ থেকে বাংলাদেশ

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা

বিশ্বের সবচেয়ে বড় পরিবারের কর্তা হিসেবে পরিচিত ভারতের মিজোরামের জিয়োনা চানা নামের ব্যক্তি মারা গেছেন। ৩৮ স্ত্রী, ৮৯ সন্তান আর ৩৬ নাতি-নাতনিসহ তার পরিবারের সদস্য একশো ৮০ জনের ওপর।

টুইট বার্তায় চানার মৃত্যুর তথ্য নিশ্চিত করে শোক জানিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন ৭৬ বছর বয়সী জিয়োনা চানা। 

রোববার (১৩ জুন) বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে নেয়ার পথেই মারা যান। 

বিশাল পরিবার নিয়ে মিজোরামের উত্তর-পূর্বের একটি গ্রামে চারতলা একটি বাড়িতে থাকতেন চানা। বাড়িটিতে রুম রয়েছে একশোটি।

স্থানীয়দের আগ্রহের কেন্দ্রে তো বটেই; বিভিন্ন দেশ থেকে তার বিশাল পরিবার দেখতে আসতেন অনেক পর্যটক। জনপ্রিয় মার্কিন শো 'রিপলেস বিলিভ ইট অর নট' এ দুইবার তাদের নিয়ে অনুষ্ঠান প্রচারিত হয়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন মারা | গেলেন | বিশ্বের | সবচেয়ে | বড় | পরিবারের | কর্তা