আর্কাইভ থেকে ফুটবল

মরক্কোর জন্য নিজের বিখ্যাত গান লিখলেন শাকিরা

মরক্কোর জন্য নিজের বিখ্যাত গান লিখলেন শাকিরা
আফ্রিকার ইতিহাসে এর আগে কোন দেশ কোয়াটার ফাইনালের গণ্ডি পার হতে পারেনি। ল্যাতিন আমেরিকা কিংবা ইউরোপের রাজত্বের যুগে আফ্রিকার প্রথম কোন দেশ হিসেবে সেমিফাইনালে পা রাখলো মরক্কো। গতকাল ১১ ডিসেম্বর পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পা রাখে মরক্কো। আর মরক্কো এই জয়ের পর ২০১০ সালে বিখ্যাত পপ তারকা শাকিরার নিজেরর গাওয়া বিখ্যাত গান ‘দিস টাইম ফর আফ্রিকা’ (ওয়াকা ওয়াকা) এই লাইনটি নিজের টুইটারে পোস্ট করেন। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকা ২০১০ বিশ্বকাপ টুর্নামেন্টর আয়োজক ছিল। আফ্রিকায় অনুষ্ঠিত ১৯তম আসরের আমেরিকার বিখ্যাত লিরিকিস্ট জন হিলের সঙ্গে লেখা এই থিম সং টি গেয়ে ছিলেন এই পপ তারকা। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও ওয়াকা ওয়াকা গেয়ে মাতিয়েছেন দর্শকদের। বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় এই গানটি। ফুটবল বিশ্বকাপ এলেই বেজে উঠে শাকিরার গানটি। কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও শাকিরার পারফর্ম করার কথা। কিন্তু ব্যক্তিগত কারণে নিজের নাম সরিয়ে নেন তিনি। এর আগে এই পপ তারকা ২০০৬, ২০১০ ও ২০১৪ সালের উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়েছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন মরক্কোর | জন্য | নিজের | বিখ্যাত | গান | লিখলেন | শাকিরা