আর্কাইভ থেকে বাংলাদেশ

জামায়াতের আমিরকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

জামায়াতের আমিরকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ
বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছে পরিবার। গেলো সোমবার (১২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এই তথ্য জানিয়েছে দলটির প্রচার বিভাগ। ক্ষুদে বার্তায় বলা হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ তার ফেসবুক পোস্টে জানান, আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। কী অভিযোগ বা কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, গেলো ১০ ডিসেম্বর বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামী। আগামী ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে মাঠে থাকার ঘোষণা দেয় দলটি। শফিকুর রহমানের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায়। তিনি সিলেট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। একসময় ছাত্রশিবিরের সিলেট শহর শাখার সভাপতি ছিলেন। এর আগে গেলো ৯ নভেম্বর জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ।

এ সম্পর্কিত আরও পড়ুন জামায়াতের | আমিরকে | ডিবি | পরিচয়ে | তুলে | নেয়ার | অভিযোগ