আর্কাইভ থেকে রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে জিএম কাদেরকে নিয়ে রওশনের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে জিএম কাদেরকে নিয়ে রওশনের বৈঠক
জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ আর দলটির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে রওশন এরশাদ ও জি এম কাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান। রওশনের সঙ্গে ছিলেন ছেলে সাদ এরশাদ। এছাড়াও ছিলেন বিরোধীদলীয় নেতার মুখপাত্র ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ। জাপার একটি সূত্র জানায়, জি এম কাদের ভাবী রওশন এরশাদের কাছে ক্ষমা চেয়েছেন। প্রধানমন্ত্রী জাপার দুই নেতাকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন। জানা যায়, জি এম কাদের কথা শুনে রওশন এরশাদ আবেগাপ্লুত হয়ে পড়েন। দেবর কাদেরকে দল থেকে বাদ পড়াদের ডেকে এনে একত্রে কাজ করার কথা বলেন। সম্মেলনের মাধ্যমে জাপাকে শক্তিশালী করা আর কাদেরের সঙ্গে ছেলে সাদকেও রাখতে বলেন এরশাদপত্নী রওশন। এসময় রওশন ও জিএম কাদের রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষে জোরালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সদ্য শুন্য হওয়া বিএনপির আসনগুলোতে জাতীয় পার্টি অংশ নেবে বলেও জানানো হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে রওশন এরশাদ ও জিএম কাদের বিকাল ৩টা ৩০ মিনিটের দিকে বের হয়ে আসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন প্রধানমন্ত্রীর | সঙ্গে | জিএম | কাদেরকে | নিয়ে | রওশনের | বৈঠক