আর্কাইভ থেকে জাতীয়

পলাতকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে: কাদের

পলাতকদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতি হয়েছে: কাদের
একাত্তরের পরাজিত শক্তি প্রতিশোধ নিতে চাচ্ছে। দেশে এখনও তারা সক্রিয়। বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রায়েরবাজার বদ্ধভূমিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপি গত ১০ ডিসেম্বর যে কর্মসূচি পালন করেছিল, ১৯৭১ সালের সেই দিনে পাকিস্তান হানাদার বাহিনী বুদ্ধিজীবী হত্যার নীলনকশা বুনেছিল । তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সরকারের প্রক্রিয়া অব্যাহত আছে। এ বিষয়ে কিছুটা অগ্রগতিও হয়েছে। আওয়ামী লীগের এ নেতা বলেন,  এ বিষয়ে সচেষ্ট সরকার, তবে আইনি জটিলতাও রয়েছে। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের স্বাধীনতার চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে পাকিস্তানি হানাদার বাহিনী দেশের বিশিষ্ট বুদ্ধিজীবীদের হত্যা করে। এরপর থেকে দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও পড়ুন পলাতকদের | দেশে | ফিরিয়ে | আনার | বিষয়ে | অগ্রগতি | হয়েছে | কাদের