আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা টিকা নিয়ে 'ম্যাগনেটম্যান'!

করোনা টিকা নিয়ে 'ম্যাগনেটম্যান'!

সুপারম্যান কিংবা স্পাইডার ম্যান নয়। রীতিমত ম্যাগনেটম্যানে পরিণত হওয়ার দাবি করছেন ভারতের বেশ কয়েকজন ব্যক্তি। বলছেন করোনা টিকা নেয়ার পর তাদের শরীরে আটকে যাচ্ছে নানা ধাতব পদার্থ। চিকিৎসকরা বলছেন মানুষের মনোযোগ আকর্ষণ করতেই গুজব ছড়াচ্ছে একটি গোষ্ঠী।
 
পর্দায় ম্যাগনেটম্যানের দৃশ্য চোখে পড়েছিল ভারতীয় সুপারস্টার রজনীকান্তের রোবট সিনেমায়। তবে এবার বাস্তবে পশ্চিমবঙ্গে নেপাল চক্রবর্তী নামে এক ব্যক্তির শরীরে সন্ধান মিললো এমন ম্যাগনেটিক ফিল্ডের।

ওই ব্যক্তির দাবি, করোনা টিকা নেয়ার পর থেকেই ঘটছে এমন ঘটনা। শরীরের সংস্পর্শে আসা মাত্রই আটকে যাচ্ছে ধাতব খুন্তি, পয়সা আর মোবাইল ফোনও। একজন নয়, এমন দাবি পশ্চিমবঙ্গের খোদ চার ব্যক্তির। যারা প্রত্যেকেই সম্প্রতি নিয়েছেন কোভিশিল্ড আর কোভ্যাক্সিনের টিকা।
 
এমন ঘটনা সচক্ষে দেখতে প্রতিনিয়তই বাড়ছে জনসমাগম। কিন্তু করোনা টিকার কারণে এমন পার্শপ্রতিক্রিয়ার ঘটনা মানতে নারাজ চিকিসৎকরা। বলছেন, ম্যাজিক ট্রিকস ব্যবহার করেই এমনটা করছেন তারা। যাদের মূল উদ্দেশ্য মনোযোগ আকর্ষণ।
 
টিকার প্রতিক্রিয়া না মানলেও এমন ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনা উচিত বলে মনে করছেন চিকিসৎকরা। প্রয়োজনে মেডিকেল টিম গঠন করে সঠিক কারণ অনুসন্ধানের পরামর্শও দেন তারা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | টিকা | নিয়ে | ম্যাগনেটম্যান