আর্কাইভ থেকে অপরাধ

যেখানেই আইন ভঙ্গ হবে, সেখানেই ব্যবস্থা; স্বরাষ্ট্রমন্ত্রী

যেখানেই আইন ভঙ্গ হবে, সেখানেই ব্যবস্থা; স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল  জানিয়েছেন, 'রিসোর্ট হউক, আর বার হউক, যেখানেই আইন ভঙ্গ হবে সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিচ্ছে এবং নিবে’। উত্তরা বোটক্লাবে পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বুধবার( ১৬ জুন) সকালে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে নবীন ব্যাটালিয়ন আনসারদের ছয় মাসের মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে তিনি আরো বলেন, করোনার মত সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে 'স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।

এর আগে সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে ২১তম ব্যাচে (পুরুষ) ৯৭৯ জন নবনিযুক্ত ব্যাটালিয়ন আনসার সমাপনী কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

কুচকাওয়াজের শুরুতেই প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন। এ সময় বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম ও প্যারেড কমান্ডার প্রধান অতিথির সঙ্গে উপস্থিত ছিলেন।

পরে কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীদেরকে পুরস্কৃত করেন প্রধান অতিথি।  অনুষ্ঠানে  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীনসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

এ সম্পর্কিত আরও পড়ুন যেখানেই | আইন | ভঙ্গ | হবে | সেখানেই | ব্যবস্থা | স্বরাষ্ট্রমন্ত্রী