আর্কাইভ থেকে এশিয়া

উত্তর কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

উত্তর কোরিয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে দুটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। আজ রোববার (১৮ ডিসেম্বর) এ দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় দাবি দক্ষিণ কোরিয়া ও জাপানের। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, প্রায় ৫০ মিনিটের ব্যবধানে রোববার সকালে উত্তর কোরিয়ার টংচ্যাং-রি এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়। জাপানের সহকারী প্রতিরক্ষামন্ত্রী তোশিরো ইনো জানিয়েছেন, উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো জাপানের অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, গেলো নভেম্বরে কিম জং উনের দেশ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ বিমান মহড়া চলাকালে আইসিবিএমটি পরীক্ষা করে। তখন জাপান বলেছিলো, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে সক্ষম হবে। ক্ষেপণাস্ত্রটি জাপান থেকে মাত্র ২০০ কিলোমিটার (১৩০ মাইল) দূরে পড়েছিলো।  

এ সম্পর্কিত আরও পড়ুন উত্তর | কোরিয়ায় | ব্যালিস্টিক | ক্ষেপণাস্ত্র | নিক্ষেপ